Ravana
সেরা খবর
সেরা ভিডিয়ো
দশেরা ২০২৪ উপলক্ষ্যে নয়া দিল্লিতে হাজির টিম সিংঘম এগেইন। অজয় দেবগণ, করিনা কাপুর এবং পরিচালক রোহিত শেট্টি লাল কেল্লার মাঠে আয়োজিত দিল্লির বৃহত্তম দশেরায় অংশ নিলেন, শুধু তাই নয় রাবণ দহনের সম্মানও এদিন তুলে দেওয়া হয় সিংঘম টিমের হাতে। ‘লব কুশ’ রামলীলা কমিটি আয়োজিত এই অনুষ্ঠানে তাঁদের সঙ্গে মঞ্চে যোগ দেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি। অজয় দেবগণকে এদিন স্যুট-বুটে দেখা গেল, তবে বেগুনি শাড়িতে সাবেকি লুকে করিনা। হিত শেঠির পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন অজয় দেবগন, কারিনা কাপুর খান, দীপিকা পাড়ুকোন, অক্ষয় কুমার, টাইগার শ্রফ এবং রণবীর সিং। সম্প্রতি বহু প্রতীক্ষিত ট্রেলার প্রকাশ করেছেন নির্মাতারা। প্রায় ৫ মিনিট দীর্ঘ তারকাখচিত ট্রেলারটি অ্যাকশন দৃশ্য এবং আইকনিক সংলাপে ঠাসা। আকর্ষণীয় ট্রেলারটি 'সিংহাম এগেইন' এর একত্রিত কাস্টের এক ঝলক দেয়। এটি কোথাও রামায়ণের উল্লেখও করে এবং চরিত্রগুলি দর্শকদের জন্য আধুনিক ব্যাখ্যা হিসাবে উপস্থাপিত হয়। 'সিংঘম এগেইন' সুপারহিট ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি৷ ২০১১ সালে মুক্তি পায় 'সিংঘম'৷ মুখ্য ভূমিকায় অভিনয় করেন কাজল আগরওয়াল ও প্রকাশ রাজ৷ এরপর ২০১৪ সালে 'সিংহাম রিটার্নস' মুক্তি পায়৷ দুটি ছবিই বক্স অফিসে হিট হয়৷ চলতি বছর দিওয়ালিতে মুক্তি পাবে সিংঘম।