বাংলা নিউজ > বিষয় > Rg kar doctor rape and murder
Rg kar doctor rape and murder
সেরা খবর
সেরা ভিডিয়ো

আরজি কর মেডিকেল কলেজে ধর্ষণ এবং খুনের ঘটনায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস। কিন্তু নিম্ন আদালতের এই রায়ে খুশি নন নির্যাতিতার বাবা। অসন্তোষ প্রকাশ করে জানিয়েছেন, সিবিআই ঠিকমত তদন্ত করেনি বলেই সঞ্জয়ের মৃত্যুদণ্ড হয়নি। রায়ের কাগজ হাতে পাওয়ার পরই, এ নিয়ে হাইকোর্টে যাবেন কিনা, তা নিয়ে ভাবনা চিন্তা করবেন বলেও জানিয়েছেন তিনি। অভিযুক্তের পর্যাপ্ত শাস্তির দাবিতে মুখ্যমন্ত্রীর হাইকোর্টে যাওয়াটাও ভালো চোখে দেখছেন না তিনি। বলেছেন, নিজেই সিদ্ধান্ত নেবেন। নির্যাতিতার বাবা এও জানান যে আর্থিক ক্ষতিপূরণ বাবদ নিযাতিতার পরিবারকে যে ১৭ লাখ টাকা দেওয়ার কথা বলা হয়েছে, তাঁরা তা নিতে চাননি। তাঁর স্পষ্ট দাবি, আমার মেয়েকে বিকিয়ে দিতে আসিনি। আমরা এখানে বিচার চাইতে এসেছি।