বাংলা নিউজ > বিষয় > Saraswati pujo
Saraswati pujo
সেরা খবর
সেরা ভিডিয়ো
টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি রাজ-শুভশ্রীও এদিন ব্রতী হয়েছিলেন বাগদেবীর আরাধনায়। কাঁসর, ঘন্টা, উলুধ্বনির মধ্যে দিয়েই চলল বিদ্যার দেবীর আরাধনা। এবছর রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্টের পুজোর দশ বছর পূর্তি। আয়োজনে কোনও খামতি রাখেন নি 'রাজশ্রী'। সকাল থেকেই একা হাতে পুজোর যাবতীয় জোগাড় সামলালেন শুভশ্রী। সোনালি শাড়িতে এদিন দুর্দান্ত লাগছিল শুভকে। রাজ পড়েছেন সাদা পাঞ্জাবি। রাজ চক্রবর্তীর কসবা স্থিত অফিসে এদিন হাজির হয়েছিলেন টলিউডের একাধিক সেলিব্রেটি। ছিলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, পদ্মনাভ দাশগুপ্ত, সৌরভ দাস, অনিন্দিতা রায়, মানালি দে, আদ্রিত রায়রা। গোটা দিনটা পরিবার ও বন্ধুদের সঙ্গে কাটালেন এই জুটি।