কর্ণাটকে এবার জেডিএস-এর সঙ্গে জোট বেঁধেছিল বিজেপি। তবে ভোটের মাঝে জোর যৌন কেলেঙ্কারিতে জর্জরিত বিজেপি, জেডিএস। এই সের নেপথ্যে আছেন দেবেগৌড়ার নাতি তথা হাসানের জেডিএস প্রার্থী প্রজ্জ্বল রেভান্না। আর প্রজ্জ্বলের সেক্স ভিডিয়ো কেলেঙ্কারি নিয়ে এই প্রথম মুখ খুললেন অমিত শাহ।