BSE-তে স্ক্রিপ ৮৬৭.২০ টাকায় ৯ শতাংশ ডিসকাউন্টে তালিকাভুক্ত হয়েছিল। NSE-তে ৮৭২ টাকায় ৮ শতাংশ ডিসকাউন্টে বাজারে এসেছিল এই শেয়ার। তবে এলআইসি-র শেয়ার গত এক বছরে অনেকটাই কমে গিয়েছে। ৯৪৯ টাকা থেকে নেমে মাত্র ৫৬৮ টাকায় চলে এসেছে। ফলে গত এক বছরে প্রায় ৪০% শেয়ার দর হ্রাস পেয়েছে।