আমেরিকার মিসৌরির সেন্ট লুইসের কেএফসির এক ‘ড্রাইভ থ্রু’ তে খাবারের অর্ডার দিচ্ছিলেন এক বছর ৪০ এর ব্যক্তি। তিনি কর্ন (ভুট্টাদানা) সম্পর্কিত একটি ডিশ অর্ডার দিতে যাচ্ছিলেন, তখনই রেস্তোরাঁ জানায় যে, সেখানে কর্ন শেষ হয়ে গিয়েছে। এরপরই বন্দুক থেকে গুলি চালিয়ে দেন ব্যক্তি।