শুক্রের এই উদয়ের ফলে বহু রাশির জাতক জাতিকার জীবনে প্রেমের দিক থেকে সমস্যা চললে, তাঁরা পেতে পারেন স্বস্তি। এছাড়াও শুক্রের উদয়ের ফলে আর্থিক দিক থেকে উন্নতি, সমৃদ্ধি আসন্ন একাধিক রাশির ভাগ্যে। দেখে নেওয়া যাক, কোন কোন রাশির জাতক জাতিকারা শুক্রের উদয়ের ফলে লাভের মুখ দেখতে চলেছেন।