বাংলা নিউজ > বিষয় > Sidhu moose wala
Sidhu moose wala
সেরা খবর
সেরা ভিডিয়ো
রবিবার পঞ্জাবের মানসা জেলায় জনপ্রিয় ব়্যাপারকে লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাত পরিচয় বেশ কয়েকজন দুষ্কৃতী৷ মাত্র একদিন আগেই তাঁর নিরাপত্তা প্রত্যাহার করেছিল পঞ্জাবের আপ সরকার৷ এরপরই এই ঘটনা ঘটে। এই দুষ্কৃতী হামলায় আরও দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন৷ পুলিশ জানিয়েছে, পঞ্জাবি গায়কের ওপর হামলায় প্রায় ৮ জন হামলাকারী জড়িত ছিল। ঘটনাস্থল থেকে ৩টি একে-৯৪ রাইফেলের বুলেট পাওয়া গিয়েছে। দেখুন সেই ঘটনার ভিডিয়ো -
সেরা ছবি
- গোল্ডি ব্রারকে খুঁজতে ইন্টারপোল রেড নোটিস জারি হয়ে গিয়েছিল। পঞ্জাবের মুখতসারের বাসিন্দা ব্রার বহু অপরাধমূলক ষড়যন্ত্র, খুন, বেআিনি অস্ত্রকারবারির সঙ্গে জড়িত ছিল। তবে গোপন সূত্রের খবর, নভেম্বরের ২০ তারিখের পর থেকে ব়্যাডারের বাইরে চলে গিয়েছিল গোল্ডি ব্রার।