Momm-Snehasish: মাত্র কয়েক মাস আগেই মোম গঙ্গোপাধ্যায়কে ডিভোর্স দিয়ে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। এবার তাঁর মেয়ে স্নেহা গঙ্গোপাধ্যায়ও পা রাখতে চলেছেন নতুন জীবনে। আর এদিন তাঁর বাগদানে একসঙ্গে দেখা গেল মোম আর স্নেহাশিসকে।