সোদপুর ট্রাফিক মোড়ে প্রচার শেষে ফিরছিলেন সৌগত রায়। সেই সময় এইচবি টাউনের সামনে তাঁর গাড়িতে ধাক্কা মারে একটি ম্যাটাডর। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় খড়দা থানার পুলিশ। রিপোর্ট অনুযায়ী, যে ম্যাটাডরটি সৌগতবাবুর গাড়িতে ধাক্কা মারে তাতে একটি নামকরা ইলেকট্রনিক বিপণনের স্টিকার লাগানো ছিল।