দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পঞ্চম ও শেষ ম্যাচে বড় কীর্তি অর্জন করেছেন নিউজিল্যান্ডের মহিলা ক্রিকেটার সুজি বেটস। বিরাট-রোহিত-বাবরকে পিছনে ফেলে দিলেন তিনি। ৪০২১ রান সহ বেটস এখন বিশ্বের শীর্ষস্থানীয় T20I রান স্কোরার, ভারতের বিরাট কোহলিকে টপকে গিয়েছেন তিনি। T20I তে বিরাট কোহলির সংগ্রহ ৪০০৮ রান।