স্বপ্না বর্মণ বনাম নন্দিনী আগাসারা - এশিয়ান গেমসে মহিলাদের হেপ্টাথলনের লড়াই শেষ হয়ে গেলেও মাঠের বাইরে দু'জনের ‘যুদ্ধ’ চলতে থাকল। নন্দিনী ট্রান্সজেন্ডার বলে যে দাবি করেন স্বপ্না, তা খারিজ করে দিলেন ব্রোঞ্জজয়ী অ্যাথলিট। স্বপ্না অবশ্য নতুন করে প্রশ্ন তুলেছেন।