বাংলা নিউজ > বিষয় > Tiger in purulia
Tiger in purulia
সেরা খবর
সেরা ভিডিয়ো

রুদ্ধশ্বাস বেশ কিছু পর্বের পর শেষমেশ বনদফতর পেল স্বস্তি! রবিবার ধরা পড়ে গেল দাপুটে বাঘিনী জিনাত। ওড়িশার সিমলিপালের জঙ্গল থেকে দীর্ঘ পথ পেরিয়ে বাংলার পশ্চিম প্রান্তে পা রেখেছিল জিনাত। রবিবার তাকেই শেষমেশ খাঁচা বন্দি করা গেল। সাফল্য এল বনদফতরের কাছে। এদিনও জিনাতকে তাক করে ট্রাঙ্কুলাইজার দিয়ে ঘুমপাড়ানি গুলি দেওয়া হয়। তার ৩০ মিনিট পরই খবর আসে জিনাতকে ধরা গিয়েছে। জিনাত এবার ফিরবে নিজের ডেরায়। বনদফতর, জেলা প্রশাসন, পুলিশ এবং স্থানীয় পঞ্চায়েতকে অভিনন্দন জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।