ভারতীয় দলের বোলারদের ওপর দিয়ে কার্যত বুলডোজার চালিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড। পিঙ্ক বল টেস্টে যেখানে অধিকাংশ ব্যাটারই খেলতে গিয়ে নাস্তানাবুদ অবস্থায় পড়লেন, সেখানেই হেড ১৪১ বলে অনেকটা একদিনের ম্যাচের ঢংয়ে করলেন ১৪০ রান। সেই ইনিংসটাই দুই দলের মধ্যে শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দিল।