বাংলা নিউজ > বিষয় > Tmc candidate
Tmc candidate
সেরা খবর
সেরা ভিডিয়ো
#saayonighosh #loksabhaelection2024 #jadavpur #tmc #reels প্রচারে নেমে মানুষের মন পেতে কোনও প্রচেষ্টাই বাদ রাখছেন না সায়নী ঘোষ। কারণ, যাদবপুরের মতো হেভিওয়েট কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তুরুপের ত্রাস যে তিনিই। এদিকে আবার প্রচার শেষেও বিন্দুমাত্র এনার্জির কমতি নেই তাঁর। সারাদিনের শেষে বাড়ি ফিরে বসে গান ধরতে দেখা গিয়েছে সায়নীকে, ‘যদি আকাশের গায়ে কান না পাতি/ তোমার কথা শুনতে পাবো না’। এদিকে তাঁর চোখে মুখে তখন ক্লান্তির ছাপ। যে শাড়ি পরে প্রচারে বের হয়েছিলেন, সেই শাড়িতেই দেখা যায় তাঁকে। এই ভিডিয়ো পোস্ট করে সায়নী ক্য়াপশানে লিখেছেন, ‘সারাদিনের শেষে… জয়গুরু’।