Toofan
সেরা খবর
সেরা ভিডিয়ো
#mimichakraborty #bangladesh #toofan #shakibkhan এটা কোনও প্রচার কৌশল নয়। বাস্তবেই ঝড়ের মুখে পড়েন মিমি। নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো পোস্ট করেছেন মিমি। যেখানে দেখা যাচ্ছে আকাশ কালো করে এসেছে। বিমানে ওঠার আগে রানওয়েতে গাড়ির দরজা খোলা মাত্রই সেটা কেঁপে উঠল। মিমির মাথা থেকে টুপিও উড়ে যাওয়ার উপক্রম। কোনওক্রমে টুপি চেপে ধরেই সিঁড়ি বেয়ে বিমানে উঠে গেলেন মিমি। তবে ঝড়ের কবলে পড়েও মিমির মুখে তখন হাসি। কারণ, 'তুফান'-এর প্রচারে গিয়ে সত্যিই 'তুফান'-এর মুখে পড়ে মিমির এই বাংলাদেশ সফর যেন খানিকটা সার্থক হয়েছে বলা চলে। আর তাই হয়ত এই ভিডিয়ো পোস্ট করে ক্য়াপশানে শাকিবের নায়িকা লিখেছেন, ‘তুফান, থ্যাং ইউ বাংলাদেশ’। __________________________________________________________________ ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র যাবতীয় আপডেটের জন্য ইউটিউবে ‘বেল' (Bell) আইকনে ক্লিক করুন। ফেসবুকে আমাদের পেজে লাইক করুন: https://www.facebook.com/hindustantimesbangla টুইটারে আমাদের টুইট করুন: https://twitter.com/HT_Bangla ইনস্টাগ্রামে ফলো করুন: https://www.instagram.com/htbangla/?hl=en
সেরা ছবি
- 'তুফান'-এ একজন বক্সারের ভূমিকায় রয়েছেন ফারহান আখতার। সিনেমা নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া মিশ্র হলেও বক্সার-এর চরিত্রে দশে দশ পেয়েছেন ফারহান। দেখুন, কীভাবে পর্দায় এত দুর্দান্তভাবে 'তুফান' হয়ে উঠলেন তিনি।