Treatment
সেরা খবর
সেরা ভিডিয়ো
কোভিড টিকা স্পুটনিক ৫ নিয়ে এসেছে রাশিয়া। কিন্তু এই দাবি তেমন গুরুত্বের সঙ্গে বিচার করছে না বিশ্বের তাবড় তাবড় দেশ। এমনকী ভারতেও এইমসের ডিরেক্টর বলেছেন, আগে পরীক্ষা হোক এই টিকা কার্যকারী কিনা।
রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন অবশ্য পুরোপুরি আত্মবিশ্বাসী স্পুটনিক নিয়ে। এমনকী তাঁর মেয়ে এই টিকা দিয়েছে বলে তিনি দাবি করেছেন। মোট দুটি ডোজ নিতে হয় এই টিকার। কিন্তু এটি কতটা নিরাপদ, সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এর কারণ ফেজ-৩ ট্রায়াল এখনও শুরুই হয়নি স্পুটনিকের যেখানে হাজার হাজার মানুষের ওপর এই টিকা প্রয়োগ করা হবে এটা দেখতে যে অ্যান্টিবডি তৈরী হচ্ছে কিনা, শরীরে কোনও বিরুপ প্রতিক্রিয়া তৈরী হচ্ছে কিনা সেটা যাচাই করে দেখার জন্য।
প্রসঙ্গত অক্সফোর্ড টিকা সহ অনেকগুলি থার্ড স্টেজে আছে। কিন্তু এখনই কেউ বলছে না যে টিকা তৈরী। সেদিক থেকে কিছুটা আগবাড়িয়েই ঘোষণা করল রাশিয়া। হু ইতিমধ্যেই বলেছে যে দীর্ঘমেয়াদি টেস্টিং ডেটার ওপর ভিত্তি করেই তারা শংসাপত্র দিতে পারবে কোনও টিকার।
সেরা ছবি

- Pet Dog Diagnosis At Low Cost: পোষ্য কুকুরের টেস্ট করাতে এবার বেশি খরচ হবে না আর। রাজ্য প্রশাসনের তরফে নতুন সুবিধা আসছে।





