সুইমস্যুট ক্যারি করা বেশ কঠিন। এর জন্য ফিটনেস, আত্মবিশ্বাস, স্কিন কেয়ার ইত্যাদি সব দিকেই নজর দিতে হয়। আর সেই প্রতিটি ক্ষেত্রেই বাজিমাত করেছেন অভিনেত্রী ত্রিধা চৌধুরি। বিকিনি হোক বা বডিকন সুইমস্যুট, Beach Look-এ ১০০-এ ১০০ সন্তুর গার্লফ্রেন্ডের।