অসম রাইফেলসের দায়ের করা এফআইআর-এ বলা হয়েছে, ট্রাক জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন ওই মহিলারা। ৪ হাজার কেজি খাবার লুঠ হয়েছে সেই দিন। সেনা বাহিনীর জন্য যে খাবার যাচ্ছিল, তা লুঠ করে সেদিন পালিয়ে যান মহিলারা। ঘটনায় প্রশাসনের ব়্যাডারে রয়েছে মণিপুরের মেইতেই গোষ্ঠীর মহিলা বাহিনী।