নয়ডায় ‘আন্তর্জাতিক থানা’ খুলে প্রতারণা চক্র চালাতেন পশ্চিমবঙ্গের ছয়জন! সেই দলে ছিল আইন পাশ করা ছেলেও। ধৃতদের থেকে অনেক জিনিসপত্র বাজেয়াপ্ত করেছে গৌতম বুদ্ধ নগর পুলিশ। ইন্টারপোলের মতো বিভিন্ন সংস্থার সঙ্গে তাঁদের যোগাযোগ ছিল বলে দাবি করতেন অভিযুক্তরা।