বাংলা নিউজ > বিষয় > Virat kohli dance
Virat kohli dance
সেরা খবর
সেরা ভিডিয়ো

২২ গজের লড়াইয়ে আগ্রাসী, তবে বাউন্ডারির এপারে এক্কেবারে ফূর্তির মেজাজে ছিলেন বিরাটরা! বৃহস্পতিবার ইডেনে শ্রীলঙ্কাকে হারানোর পর বিরাট ও ঈশানের নাচ পুরো যেন অনিল কাপুরের স্টাইলে। ততক্ষণে ইডেনে লেজার শোয়ের ছন্দে চলছিল মিউজিক। আরতাতেই মাতলেন 'কিং কোহলি'! গোটা ইডেন যখন ভারতের জয়ের আনন্দে উল্লাসিত, তখন ঈশান কিষাণকে সঙ্গে নিয়ে নাচের তালে মাতলেন বিরাট। হাত সামনে নিয়ে, পায়ের ছন্দে দুজনেই কার্যত মেতে ছিলেন নাচে। দুই ক্রিকেটারকে এভাবে নাচতে দেখে ক্লাব হাউসের লোয়ার টিয়ারে ভিড় জমে যায়। এই নাচ ঘিরে দর্শকদের হুল্লোড়ে তখন কার্যত কান পাতা দায়!