বিতর্কের সঙ্গে নিজের নামটা যেন জড়িয়ে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার আলজারি জোসেফ। এমনিতে আইপিএলে খেলতে এসে তিনি ব্যাপক রান দেন। জাতীয় দলের হয়েও যে তিনি অবিশ্বাস্য পারফরমেন্স দেখান, তেমনটা নয়। কিন্তু আত্মঅহঙ্কারেই যেন পরিপূর্ণ এই ক্যারিবিয়ান পেসার, আর তাতেই বারবার সম্যায় পড়ছেন তিনি।