Wimbledon
সেরা খবর
সেরা ভিডিয়ো

বি-টাউনের নজরকাড়া দম্পতি কিয়ারা আডবানি এবং সিদ্ধার্থ মালহোত্রাকে মঙ্গলবার উইম্বলডন ২০২৪-এ কোয়ার্টার-ফাইনাল দেখতে মাঠে দেখা গিয়েছে। টেনিস টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল দেখার সময় দম্পতিকে একসঙ্গে দারুণ দেখাচ্ছিল। তারকা দম্পতির ম্যাচ উপভোগ করার বেশ কয়েকটি ঝলক অনলাইনে প্রকাশ্যে এসেছে। মাঠে কিয়ারার পরনে ছিল একটি হালকা নীল রঙের কোর্ট ও টাউজার যার মধ্যে কালো রঙের বডার দিয়ে কাজ করা ছিল। খুব হালকা করে, একেবারে নো মেকআপ লুকে ধরা দিয়েছিলেন অভিনেত্রী, তাঁর চুল খোলা ছিল। সব মিলিয়ে বেশ স্নিগ্ধ দেখাচ্ছিল নায়িকাকে। অন্যদিকে, সিদ্ধার্থের পরনে ছিল সাদা স্যুট ও নীল ডোরাকাটা শার্ট, সঙ্গে টাইও পরেছিলেন অভিনেতা। তবে আরও একটি জিনিস নজর কেড়েছিল, তা হল নায়কের হাতে ধরা ছাতা। __________________________________________________________________ ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র যাবতীয় আপডেটের জন্য ইউটিউবে ‘বেল' (Bell) আইকনে ক্লিক করুন। ফেসবুকে আমাদের পেজে লাইক করুন: https://www.facebook.com/hindustantimesbangla টুইটারে আমাদের টুইট করুন: https://twitter.com/HT_Bangla ইনস্টাগ্রামে ফলো করুন: https://www.instagram.com/htbangla/?hl=en #kiyaraadvani #siddharthmalhotra
সেরা ছবি

- বিরল নজির গড়লেন ইতালির টেনিস তারকা জ্যানিক সিনার। প্রথম ইতালিয়ান টেনিস খেলোয়াড় হিসেবে বছর শেষ করছেন এটিপিক ১ নম্বর স্থানে। তুরিনে এটিপি ফাইনালে তিনি অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনৌরকে হারিয়ে দেন। অবশ্য এই প্রতিযোগিতা শুরুর আগেই তিনি শীর্ষস্থান দখল করে নিয়েছিলেন। এটাই এটিপির বছরের শেষ টুর্নামেন্ট।


