ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর পূর্বাভাসের মধ্যেই দক্ষিণ দমদমে দেখা মিলল গোসাপের। বুধবার বাঙ্গুর অ্যাভিনিউয়ের একটি পাড়ার রাস্তায় জল জমেছিল। সেখান থেকেই যেতে দেখা যায় গোসাপটিকে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিয়ো।
ঘূর্ণিঝড় ‘ইয়াস’ তো ছিলই। সেই ক্ষত আরও বাড়াল ভরা কোটাল। তার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ল পূর্ব মেদিনীপুর ও দুই পরগনার উপকূলবর্তী এলাকা। প্রাথমিক তথ্যের ভিত্তিতে নবান্নে সাংবাদিক বৈঠকে ক্ষয়ক্ষতির পরিমাণ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী বললেন তিনি, দেখে নিন -