Yashraj mukhate
সেরা খবর
সেরা ভিডিয়ো
আম জনতা থেকে সেলেব, আজকাল সকলে পার্টি নয় pawri (পাওরি) করতে বেশি উত্সাহী। সৌজন্যে পাকিস্তানের তরুণী দানানির মোবিন। উনিশ বছরের এই পাক তরুণী এখন ভারতের ইন্টারনেট সেনসেশন। হালে এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের একটি ভিডিয়ো হইচই ফেলেছে অন্তর্জালে। ‘রসোরেমে কৌন থা’ খ্যাত সংগীত শিল্পী যশরাজ মুখাটে দানানিরের সেই ভিডিয়োটি নিয়ে একটি মজাদার ম্যাশ-আপ ভিডিয়ো বানিয়েছেন। যশরাজের ভিডিয়োটি আরও বেশি জনপ্রিয়তা এনে দিয়েছেন দানানিরকে। রাতারাতি ইনস্টাগ্রামের স্টার দানানির। এবার সেই ভাইরাল ভিডিয়োতে যোগ হল শাহিদের ম্যাজিক্যাল টাচ। শ্যুটিং সেটেই গোটা টিমের সঙ্গে মস্তিতে মজলেন অভিনেতা। মাত্র ২৪ ঘন্টাতেই ৩৩ লক্ষের বেশি মানুষ শাহিদের এই ভিডিয়ো দেখে ফেলেছেন। খোদ দানানির এই ভিডিয়োর কমেন্ট বক্সে লিখেছেন- ‘আমি কি স্বপ্ন দেখছি’।এর আগে রণদীপ হুডা ও বিজয় বর্মার মতো বলিউড তারকাদেরও পাওরি হো রাহি হ্যায়-র তালে তাল মেলাতে দেখা গিয়েছে।