Updated: 24 Dec 2021, 10:29 PM IST
লেখক Sritama Mitra
আগামীকাল বড়দিন, আর বড়দিন মানেই প্রতিটি বাড়িতে বাড়ি... more
আগামীকাল বড়দিন, আর বড়দিন মানেই প্রতিটি বাড়িতে বাড়িতে কেক খাওয়া এবং কেক বিলি করে বড়দিন পালন করা। এবারে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় উৎসবে মেতে উঠেছে সব ধর্মের মানুষ। রায়গঞ্জে বড়দিনে এবার চমক দিচ্ছে সান্তাক্লজ কেক। তবে রেড ফরেস্ট এবং ব্ল্যাক ফরেস্ট কেকেরও চাহিদা তুঙ্গে। রায়গঞ্জ শহরের বেশ কয়েকটি নামী বেকারি এবারে ভালো বিক্রির আশায় রয়েছেন। এদিকে মালদার গাজোলের শিক্ষকপল্লীর গোল্ডেন বেকারিতেও এখন কেক তৈরির ব্যস্ততা তুঙ্গে। এখানে ৬০ টাকা থেকে কেক শুরু। রয়েছে ১০০, ১৫০, ২০০, ৩০০, ৫০০ টাকার কেক। বড়দিন যেহেতু শনিবার, তাই নিরামিষ কেক তৈরি করা হয়েছে গাজোল শহরের অধিকাংশ বেকারিতে।