Updated: 03 Mar 2022, 08:16 PM IST
লেখক Sritama Mitra
না ফেরার দেশে চলে গিয়েছেন 'ডিস্কো কিং' বাপ্পি লাহি... more
না ফেরার দেশে চলে গিয়েছেন 'ডিস্কো কিং' বাপ্পি লাহিড়ি। মাঝে কেটে গিয়েছে অনেকটা সময়। এরপর প্রথা মেনে কলকাতার গঙ্গায় ভাসানো হল প্রয়াত বাপ্পি লাহিড়ির অস্থি। সঙ্গীত শিল্পীর পুত্র বাপ্পা, তাঁর স্ত্রী ও পুত্রের সঙ্গেই হাজির ছিলেন বাপ্পি-কন্যা রেমো। এছাড়াও হাজির ছিলেন রেমোর স্বামী ও সন্তান। এই অস্থি বিসর্জন পর্বের দেখভালের দায়িত্বে ছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু।