Updated: 18 Mar 2022, 10:56 PM IST
লেখক Sritama Mitra
চিরাচরিত রীতি মেনে দোল উৎসবের দিন সকালে বেলুড় মঠে... more
চিরাচরিত রীতি মেনে দোল উৎসবের দিন সকালে বেলুড় মঠে পালিত হল দোল উৎসব। ভোরে শ্রীরামকৃষ্ণে দেবের মন্দিরে মঙ্গলারতির পর অনুষ্ঠানের শুরু। সকাল সাতটায় দেখা যায় ঊষা কীর্তন। করতাল আবির নিয়ে উষা কীর্তন করতে করতে মন্দির প্রদক্ষিণ করেন মঠের সদস্যরা। এরপর মিষ্টিমুখের পর শেষ হয় সমাপ্তি অনুষ্ঠান।