ঠিক এক বছর আগে এই দিনে, পাকিস্তানের বালাকোটে সন্ত... more
ঠিক এক বছর আগে এই দিনে, পাকিস্তানের বালাকোটে সন্ত্রাসবাদীদের ছাউনি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় বায়ুসেনা। বালাকোটের বর্ষপূর্তিতে স্মৃতিচারণ করতে গিয়ে তত্কালীন বায়ুসেনা প্রধান বিএস ধানোয়া বলেন যে তিনি তৃপ্ত। বালাকোটের পর ভারত অনেকটা এগিয়ে গিয়েছে বলে জানান তিনি। চাইলে পুলওয়ামা হানার বদলা ভারত থেকেও নেওয়া যেত। কিন্তু বালাকোটে জইশের ছাউনি গুঁড়িয়ে ভারত বার্তা দেয় যে ঘরে ঢুকে মারতেও আমরা সক্ষম। বালাকোটের পর পাকিস্তান বুঝে যায় যে এবার থেকে কোনও সন্ত্রাসবাদী হানা করলে প্রত্যাঘাত করবে ভারত। এই কারণে তারা ভারতের সাধারণ নির্বাচনের সময় কোনও আক্রমণ করেনি বলে মনে করেন প্রাক্তন বায়ুসেরা প্রধান।