করোনা আতঙ্কে তিন হাজার পয়েন্ট কমেছে সেনসেক্স। স্বভ... more
করোনা আতঙ্কে তিন হাজার পয়েন্ট কমেছে সেনসেক্স। স্বভাবতই সরকারকে একহাত নিলেন বিরোধীরা। কংগ্রেস নেতা রাহুন গান্ধী বলেন যে মোদীর নীতি ও আদর্শের ফলে ধ্বংস হচ্ছে ভারতীয় অর্থনীতি। বর্তমানে করোনার ভ্রুকুটিতে বেহাল বাজার। সেই প্রসঙ্গে রাহুল বলেন যে অনেক আগেই সক্রিয় হওয়া উচিত ছিল কেন্দ্রের। কিন্তু এখনও যতটা সম্ভব পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ওপর জোর দেওয়া উচিত তাদের। তবে ভারতীয় অর্থনীতি নিয়ে বিশেষ আশাবাদী নন রাহুল গান্ধী। বর্তমান পরিস্থিতিকে সুনামির সঙ্গে তুলনা করে সাংসদের টিপ্পনী, সবে তো শুরু, আরও অনেক খারাপ হবে পরিস্থিতি। রাহুলের দাবি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কিছু বোঝেন না ও প্রধানমন্ত্রী মোদী নিশ্চুপ হয়ে আছেন। ২০০৮ সালের বিশ্বে যে রিসেশন এসেছিল, সেটির সঙ্গে বর্তমান সময়ের তুলনা টেনে রাহুলের দাবি, যে সেই সময় ইউপিএ সরকারের নীতির ফলে ভারতের ওপর আঁচ লাগেনি। কিন্তু বর্তমানে মোদীর আমলে স্টক মার্কেটে পতন হচ্ছে, সেই তথ্যটি তুলে ধরেন রাহুল।