আমার ছেলে তো মোদী-শাহ-এর ভক্ত, আপ সমর্থক নয় ,দাবি শাহিন বাগ বন্দুকবাজের বাবার
Updated: 05 Feb 2020, 09:08 PM ISTশাহিন বাগের বন্দুকবাজের পরিচয় নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক কাজিয়া। দিল্লি পুলিশের দাবি ধৃত কপিল বৈসলা আপ সমর্থক। এর প্রমাণ হিসাবে ছবিও প্রকাশ করেছে পুলিশ। অন্যদিকে কপিলের বাবার দাবি যে ছেলে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ও মোদী-শাহ এর ভক্ত। শাহিন বাগে বিক্ষোভের ফলে যে যানজট হচ্ছে, সেই নিয়ে কপিল ক্ষুব্ধ ছিল বলে তার বাবার দাবি। গোপাল আপের সঙ্গে যুক্ত এই কথা পুলিশ বলার পরেই বিজেপি মাঠে নেমে পড়েছে। আপের রণনীতি ফাঁস হয়ে গিয়েছে বলে দাবি প্রকাশ জাভড়েকর। দিল্লি পুলিশ হঠাত্ কেন এই তথ্য প্রকাশ করল, সেই প্রশ্ন তুলেছে আপ নেতা সঞ্জয় সিং। অন্যদিকে কেজরিওয়াল বলেছেন যে কপিল যদি আপের সঙ্গে যুক্ত হয়, ওর দ্বিগুণ সাজা হওয়া উচিত।