বাংলা নিউজ >
দেখতেই হবে >
লক্ষাধিক মানুষ ট্রাম্পকে স্বাগত জানাবেন, বললেন গুজরাতের মুখ্যমন্ত্রী রুপানি
Updated: 18 Feb 2020, 01:42 PM IST
HT Bangla Correspondent
পরের সপ্তাহে আসছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রা... more
পরের সপ্তাহে আসছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তার আগে যাবতীয় প্রস্তুতি খুঁটিয়ে দেখলেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। ২৪ তারিখের ট্রাম্পকে স্বাগত জানানোর জন্য চাঁদের হাট বসছে আমদাবাদের কাছে মোতেরায়। প্রায় এক লক্ষ মানুষ মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে আসবেন বলে জানিয়েছেন রুপানি। ট্রাম্পের অবশ্য আশা ছিল ৬০-৭০ লক্ষ মানুষ তাঁকে স্বাগত করতে আসবেন। এমনই একটি অনুষ্ঠানের ফাঁকে বলেছিলেন তিনি। তবে অত লোক না হলেও আতিথেয়তায় খামতি রাখছে না গুজরাত। ট্রাম্পের এই যাত্রা গুজরাতের জন্য অত্যন্ত গর্বের বলে মোদীকে ধন্যবাদ দিয়েছেন রুপানি।