রবিবার লস অ্যাঞ্জেলসে বসেছিল ৬২তম গ্র্যামির অ্যাও... more
রবিবার লস অ্যাঞ্জেলসে বসেছিল ৬২তম গ্র্যামির অ্যাওয়ার্ডের আসর। স্ট্যাপলেস সেন্টারে এদিন ছিল তারকার মেলা। বিশ্ব সঙ্গীতের অস্কার হিসাবে চিহ্নিত গ্র্যামির লাল গালিচায় চারচান্দ লাগালেন প্রিয়াঙ্কা-নিক জুটি। এদিন সাহসী পোশাকে গ্র্যামির লাল গালিচায় উষ্ণতা ছড়ালে পিগি চপস। দেখা মিলল জোনাস পরিবারের অনান্য সদস্যদেরও। ছিলেন জো জোনাস, সোফি টার্নাররা। তবে এই বছর গ্র্যামির মঞ্চ ছিল বিলি আইলিশময়। এদিন বিলি আইলিশ ও তাঁর দাদা ফিনিআস মোট ১১ পুরস্কার ছিনিয়ে নিয়েছে গ্র্যামির আসরে।