দেশের সম্পদ বানানোর কাজেই বিলগ্নীকরণ থেকে আসা অর্থ... more
দেশের সম্পদ বানানোর কাজেই বিলগ্নীকরণ থেকে আসা অর্থ খরচ হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বণিকসভা ফিকির সঙ্গে আলোচনার পর নির্মলা সীতারামন ব্যবসায়ীদের আশ্বাস দেন যে রাজস্ব ঘাটতি মেটানোর জন্য নয়, দেশের সম্পদ বানানোর জন্যেই বিলগ্নীকরণ করা হচ্ছে। প্রসঙ্গত এবছর ২.১ লক্ষ কোটি টাকা বিলগ্নীকরণের লক্ষ মাত্রা রেখেছে সরকার। এরজন্য এলআইসির আংশিক সত্ত্ব বিক্রি করার সিদ্ধান্তও নিয়েছে তারা। ইউপিএ সরকারকে বিঁধে নির্মলা বলেন আগে বেলাগাম খরচ করা হত। ২০০৮-র সময় বিশ্বজুড়ে রিসেশনের সময় যেভাবে প্রচুর খরচ করে অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টা করেছিল ইউপিএ, তার বিরোধী নির্মলা। তাঁর কথায়, টাকা খুব বুঝেসুঝে খরচ করা হবে।