বাংলা নিউজ >
দেখতেই হবে >
Viral Snake Video of Assam: নতুন তৈরি হয়েছে বাড়ি, বাথরুমে কিলবিল করে ওঠে ৩৫ টি সাপ! হাড়হিম করা কাণ্ড অসমে
Updated: 28 May 2024, 03:43 PM IST
Sritama Mitra
এই দৃশ্য অসমের। অসমের নগাঁও জেলায় একটি নতুন তৈরি বাড়ি থেকে উদ্ধার হয়েছে ১ টি নয়, ২ টি নয় ৩৫ টি সাপ! পশু-প্রেমী সঞ্জীব ডেকা এই সাপ উদ্ধার করেছেন। তিনি বলছেন, বাড়ির কর্তা এই সাপের বিষয়ে তাঁকে জানান। তারপরই সেই বাড়িতে গিয়ে বাড়ির বাথরুম থেকে তিনি ৩৫ টি সাপ উদ্ধার করেন। সঞ্জীব ডেকা বলছেন,' বাড়ির মালিক সাপের উপস্থিতি সম্পর্কে আমাকে জানান এবং আমি ঘটনাস্থলে পৌঁছই। আমি দেখতে পেলাম যে জায়গায় অনেক সাপ চলে বেড়াচ্ছে। আমি বাড়ির একটি নবনির্মিত টয়লেট থেকে প্রায় ৩৫ টি চলমান সাপ উদ্ধার করেছি।' পরে সেই সাপ তিনি জয়সাগর দালানী এলাকায় ছেড়ে দিয়েছেন বলে জানান।