Updated: 03 Jun 2022, 06:24 PM IST
লেখক Sritama Mitra
শুক্রবার প্রকাশিত হয়েছে ২০২২ সালের মাধ্যমিকের ফলাফ... more
শুক্রবার প্রকাশিত হয়েছে ২০২২ সালের মাধ্যমিকের ফলাফল। ফলাফলে স্পষ্ট জেলার পড়ুয়াদের জয়জয়কার। মাধ্যমিকে এই বছর তৃতীয় স্থান দখল করেছেন পূর্ব মেদিনীপুরের দেবশিখা প্রধান। এগরার চোরপালিয়া শ্ৰী শ্ৰী বাসন্তী বিদ্যাপীঠের ছাত্রী দেবশিখা। সাফল্যের পর আপাতত মিষ্টিমুখ করতে ব্যস্ত তিনি। সাফল্য উৎসর্গ করছেন তাঁর বাবা মাকে। বাবা পেশায় টিউশনে ছাত্রদের পড়িয়ে জীবিকা অর্জন করেন। মা গৃহবধূ। আর মাধ্যমিকে মেয়ের সাফল্যে খুশি সকলেই। এরই মাঝে দীপশিখার স্বপ্ন চিকিৎসক হওয়ার।