চারজন পাইলট গগনযানের জন্য প্রশিক্ষণ নেবে, চন্দ্রযান-৩ এ খরচ ৬০০ কোটি-ইসরো
Updated: 01 Jan 2020, 05:53 PM IST HT Bangla Correspondentগত বছর ১৩০ কোটি ভারতীয়র মন ভেঙে গিয়েছিল যখন একটুর ... more গত বছর ১৩০ কোটি ভারতীয়র মন ভেঙে গিয়েছিল যখন একটুর জন্য নিজের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারেনি চন্দ্রযান। নিজের আবেগ চেপে রাখতে পারেননি ইসরো প্রধান কে শিবান। কিন্তু নতুন বছরে নয়া উদ্যম নিয়ে বিপদসঙ্কুল যাত্রায় পাড়ি দেওয়ার জন্য তৈরী হচ্ছে ইসরো। বছরের প্রথম দিনেই সেই ঘোষণা করল ইসরো। আগামী বছর চন্দ্রযান-৩ চাঁদের দিকে পাড়ি দেবে বলে জানিয়েছেন শিবান। স্পেসে নিজেদের প্রযুক্তিতে মানুষ পাঠানোর প্রকল্পেও অনেকটা কাজ এগিয়েছে। ইতিমধ্যেই গগনযানের জন্য চারজন পাইলটকে আইএএফ বেছে নিয়েছে বলে তিনি জানান। রাশিয়ায় তাদের প্রশিক্ষণ শুরু খুব শীঘ্রই। চন্দ্রযান-৩ এর কাজ ভালো ভাবে এগোচ্ছে, বলেন ইসরো প্রধান। ওটিতে পূর্বসূরীর মতো ল্যান্ডার, রোভার ও প্রপালসন মডিউল থাকবে। চন্দ্রযান-২র অরবিটার মিশনকে আগামী যাত্রাতেও লাগানো হয়। চন্দ্রযান-৩-র ল্যান্ডার ও যানের দাম প্রায় ২৫০ কোটি। চাঁদে ওটিকে ল্যান্ড করানোর খরচ ৩৫০ কোটি। মোট খরচ ৬০০ কোটি। ২০২০ সালে মোট ২৫টি মিশন নিয়েছে ইসরো। গত বছর যে সব কাজ বাকি থেকে গিয়েছে, সেগুলি মার্চ মাসের মধ্যে শেষ করার টার্গেট নিয়েছে সংস্থা। গতিবেগ কমানোর ক্ষেত্রে ত্রুটি থাকার ফলে চন্দ্রযান-২ ঠিকভাবে চাঁদে নামতে পারেনি বলে জানান শিবান। গগনযানের জন্য ইন্ডিয়ান এয়ার ফোর্স থেকে চারজন পুরুষ অফিসারকে নির্বাচন করা হয়েছে বলে জানান শিবান। এই প্রকল্পে রাশিয়া ও ফ্রান্সের সাহায্য নেবে ভারত। ২০১৮ সালে স্বাধীনতা দিবসে অন্তরীক্ষে মানুষ পাঠাবে ভারত, সেই ঘোষণা করেন প্রধানমন্ত্রী মোদী। তখন থেকেই গগনযান মিশনকে সফল করতে উঠে পড়ে লেগেছে ইসরো।