বাংলা নিউজ >
দেখতেই হবে >
Kedarnath Helicopter Viral Video: অল্পের জন্য রক্ষা! কেদারনাথে পাক খেতে খেতে পড়ল হেলিকপ্টার , এরপর?
Updated: 24 May 2024, 05:59 PM IST
Sayani Rana
কেদারনাথ যাত্রার পথে ঘটল বিপত্তি। যান্ত্রিক গোলযোগের মুখে যাত্রীবাহী হেলিকপ্টার। তড়িঘড়ি করানো হল ইমার্জেন্সি ল্যান্ডিং।কেদারনাথের হেলিপ্য়াড থেকে প্রায় ১০০ মিটার দূরে ল্যান্ড করানো হয়। তবে এতে থাকা ৬ যাত্রী ও পাইলট সকলেই প্রাণে বেঁচে গেছেন। রুদ্রপ্রয়াগ থেকে হেলিকপ্টারটি কেদারনাথ মন্দিরের উদ্দেশে যাচ্ছিল।বিস্তারিত দেখে নিন ভিডিয়োয়।