Updated: 18 May 2022, 10:49 PM IST
লেখক Sritama Mitra
উত্তাল ঢেউয়ের দাপটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি। এ... more
উত্তাল ঢেউয়ের দাপটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি। এই দৃশ্য আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। গায়ে কাঁটা দেওয়া দৃশ্য ভাইরাল হয়েছে আরও একটি কারণে। জানা গিয়েছে এই বাড়ির মূল্য ৩ কোটি টাকা। নর্থ ক্যারোলিনার আউটার ব্যাঙ্কে এই দৃশ্য দেখা যায়। চোখের নিমেছে এভাবে বাড়িটি ভেঙে যাওয়ার দৃশ্য ঘুরপাক খাচ্ছে নেট মাধ্যমে। জানা গিয়েছে বাড়িতে ছিলেন না কোনও বাসিন্দা। কেপ হ্যাটেরাস ন্যাশনাল সায়ান্স সিশোরের তরফে জানানো হয়েছে এলাকায় ঢেউয়ের দাপটে ভেঙে পড়া এটি দ্বিতীয় বাড়ি। ফলে এভাবে পর পর বাড়ি ভেঙে পড়ার ঘটনায় হতবাক অনেকেই।