Updated: 04 Feb 2025, 11:16 PM IST
Laxmishree Banerjee
খাবারের খোঁজে লোকালয়ে দাপিয়ে বেড়াচ্ছে জোড়া বাইসন।মাথাভাঙা ২ ব্লকের ঘোকসাডাঙা শিমুলগুড়ি এলাকার ঘটনা এটি। এদিন সকালে চাষের জমিতে বাইসন দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ইতিমধ্যেই খবর পৌঁছেছে বন দফতর ও ঘোকসাডাঙ্গা থানায়।