বাংলা নিউজ >
দেখতেই হবে >
Video: ফের জম্মু ও কাশ্মীরের ডোডায় গুলির লড়াই! জঙ্গিদের খোঁজে রুদ্ধশ্বাস তল্লাশির কিছু দৃশ্য একনজরে
Updated: 18 Jul 2024, 07:27 PM IST
Sayani Rana
একদিকে অমরনাথ যাত্রার দ্বিতীয় ব্যাচ রওনা হল। অন্যদিকে, ফের এক দফা সংঘর্ষ শুরু হল কাশ্মীরে। বুধবার রাত ২টো নাগাদ জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের সংঘর্ষ হয়। সেনা ও জঙ্গিদের মধ্যে প্রায় পাঁচ মিনিট ধরে চলে গুলির লড়াই। ২ সেনা জওয়ান আহত হয়েছেন বলে খবর। চলতি সপ্তাহে ডোডার দেশা জঙ্গলে জঙ্গিদের গুলিতে ৪ সেনা জওয়ান নিহত হন। এরপর গত চার দিনে এই নিয়ে তৃতীয় বার মুখোমুখি হল সেনা ও জঙ্গিরা। বিস্তারিত দেখে নিন ভিডিয়োয়।