বাংলা নিউজ > দেখতেই হবে > Video: ভয়ঙ্কর স্টান্ট দেখাতে গিয়ে দাড়ি-গোঁফে আগুন ধরল! ব্যক্তির হাড়হিম করা দৃশ্য ভাইরাল

Video: ভয়ঙ্কর স্টান্ট দেখাতে গিয়ে দাড়ি-গোঁফে আগুন ধরল! ব্যক্তির হাড়হিম করা দৃশ্য ভাইরাল

এই স্টান্টের পারফরম্যান্স ভয়ঙ্করভাবে ভুল দিকে যেতে থাকে। এই ভিডিয়ো ক্রমেই ইন্টারনেটে ভাইরাল হতে শুরু করেছে। কোনও এক জমায়েতে জ্বালানি দিয়ে আগুনের খেলা দেখাচ্ছিলেন এই ব্যক্তি। তখনই আচমকা আগুন নিভে যাওয়ার দিকে যেতে গিয়েও তাঁর দাড়ি গোঁফে লেগে যায়। মুহূর্তে এক ভয়ঙ্কর দৃশ্য উঠে আসে। শিউরে ওঠার মতো এই কাণ্ড ক্যামেরাবন্দি হয়। পরে তা রবি পাতিদার নামের জনৈক নেটিজেন ইনস্টাগ্রামে শেয়ার করেন। অন্যদিকে, ব্যক্তিকে উদ্ধার করতে মুহূর্তে ছুটে যান অনেকে। সকলের চেষ্টায় নেভানো যায় আগুন। ভিডিয়ো ক্রমেই ভাইরাল হতে শুরু করেছে।