বাংলা নিউজ >
দেখতেই হবে >
Aamir Khan-BJP-Ganpati: বিজেপি নেতার পুজোয় গিয়ে শিবের ছবি উপহার পেলেন আমির
Updated: 27 Sep 2023, 09:53 PM IST
Ranita Goswami
আমির খান গিয়েছিলেন বিজেপি সভাপতি আশিস সেলারের বাড়ির পুজোয়।বিজেপি সভাপতির পুজোয় আমিরের অংশ নেওয়ার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে। মিষ্টির থালা হাতে আশিস সেলারের বাড়িতে ঢুকতে দেখা যাচ্ছে আমিরকে। মণ্ডপে বিজেপি সভাপতিকে জড়িয়ে শুভেচ্ছা বিনিময় করতেও দেখা যায় আমিরকে। আমির খানকে অর্ভ্যথনা জানাতে তাঁকে সাদা ফুলের তোড়া দেন বিজেপি সভাপতি। আমিরের হাতে একটি শিবমূর্তি বাঁধানো ছবিও তুলে দেন আশিস সেলার।