বাংলা নিউজ >
দেখতেই হবে > Viral Video: দিল্লির CM অতিশীর বাসভবনের সামনে দূষিত জল ফেলে বিক্ষোভ AAP MP স্বাতীর
Viral Video: দিল্লির CM অতিশীর বাসভবনের সামনে দূষিত জল ফেলে বিক্ষোভ AAP MP স্বাতীর
Updated: 02 Nov 2024, 10:55 PM IST Sritama Mitra দিল্লিতে এদিন মুখ্যমন্ত্রী অতিশী মারলেনার বাসভবনের সামনে বোতল করে নিয়ে আসা দূষিত কালো জল ঢালতে দেখা গেল আপ সাংসদ স্বাতী মালিওয়ালকে। তাঁর অভিযোগ এমন দূষিত জল দিল্লির নানান জায়গায় আসছে। তিনি জানান, ১৫ দিনের মধ্য়ে পরিস্থিতি ঠিক না হলে তিনি আরও সরব হবেন এই ইস্যুতে।