Updated: 01 May 2022, 03:18 PM IST
লেখক Sritama Mitra
দেশের রাজধানী দিল্লিতে উন্নয়ন কোন পথে চলেছে তা বিশ... more
দেশের রাজধানী দিল্লিতে উন্নয়ন কোন পথে চলেছে তা বিশ্বমঞ্চে তুলে ধরলেন আম আদমি পার্টির নেত্রী অতশী মারলেনা। রাষ্ট্রসংঘের মঞ্চে অতশী জানালেন কেজরিওয়াল সরকারের 'দিল্লি মডেল' কীভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে দেশকে। জানালেন গত এক দশকে দিল্লির জিডিপি কীভাবে ১৫০ শতাংশ বেড়েছে। দেশের বাকি অংশের থেকে দিল্লিতে মাথা পিছু আয়ের পরিমাণ কীভাবে বেড়েছে কেজরি সরকারের আমলে তা তুলে ধরলেন এই রাজনীতিবিদ। জনস্বার্থে কেজরিওয়াল সরকারের নানান কর্মকাণ্ডও বিশ্ব আঙিনায় তুলে ধরেন অতশী। তিনি বলেন 'দিল্লি মডেল' সমাধান করতে পারে বহু দেশের জনস্বার্থে নেওয়া উদ্যোগ ঘিরে নানান সমস্যা। নাগরিকদের সামান্যতম পরিষেবা দিতে যেখানে বিভিন্ন দেশ ঋমের মুখে পড়ছে সেখানে দিল্লি মডেল দিতে পারে এই সমস্যার সমাধান।