বাংলা নিউজ > দেখতেই হবে > Video:অভিষেক বললেন 'আমি হিরণের জায়গায় থাকলে...', ছবি বিতর্কে হিরণের বক্তব্যে দিলেন পাল্টা জবাব

Video:অভিষেক বললেন 'আমি হিরণের জায়গায় থাকলে...', ছবি বিতর্কে হিরণের বক্তব্যে দিলেন পাল্টা জবাব

সদ্য বাংলার রাজনীতি তোলপাড় করে একটি ছবি প্রকাশ্যে আসে। খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে ঘিরে ছিল সেই ছবি। ছবি ভাইরাল হতেই জল্পনা ওঠে যে, হিরণ কি তাহলে তৃণমূলে যোগ দিচ্ছেন? সেই জল্পনায় শনিবার জল ঢাললেন হিরণ চট্টোপাধ্যায়। ছবি বিতর্ক ঘিরে হিরণ বলেন,'আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের যুগ, যা খুশি বানানো যায়'। প্রশ্ন তোলেন, 'আরআরআর দেখেননি?' একই সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি। সাফ জানান, কিছু প্রমাণ করার জন্য তিনি শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেননি। এদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই ইস্যুতে প্রশ্ন করা হয়। হিরণ ছবি বিতর্ক ঘিরে কী বলেছেন তা শুনে প্রতিক্রিয়া দেন অভিষেক। হিরণকে পাল্টা জবাবে ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ বলেন,...'আমি হিরণের জায়গায় থাকলে মানহানির মামলা করতাম।'