Video: 'দিল্লির পোষা কুকুর হব না, তার থেকে রয়্যাল বেঙ্গল হয়ে ...', CBI জেরার পর বার্তা অভিষেকের
Updated: 20 May 2023, 11:38 PM ISTপশ্চিমবঙ্গ শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআইয়ের ম্যারাথন জেরার মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেরা শেষে অভিষেক সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে তিনি প্রতিক্রিয়ায় জানান, 'জিজ্ঞাসাবাদের নির্যাস শূন্য।' তিনি কার্যত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত বিষয়ে শনিবার জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেককে। তিনি নিজের বক্তব্যে অমিত শাহ থেকে দিলীপ ঘোষদের বিরুদ্ধে তোপ দাগেন। প্রসঙ্গ তোলেন মুর্শিদাবাদ ও মেদিনীপুরে দুর্নীতি প্রসঙ্গেও।