Video: অধীর বিজেপির B-টিম, মুর্শিদাবাদে তিন-এ-তিন চায় তৃণমূল! ঝড় তুললেন অভিষেক
Updated: 07 May 2023, 10:28 PM ISTমুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে অধীর চৌধুরীকে কার্যত বড়সড় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি তৃণমূলে নবজোয়ার অভিযানে মুর্শিদাবাদ জেলায় প্রচারে ঝড় তোলেন। সেখানে ভগবানগোলায় এক সভা থেকে মুর্শিদাবাদের ভূমিপুত্র তথা কংগ্রেস নেতা অধীর চৌধুরীর বিরুদ্ধে তোপ দাগেন। অভিষেকের অভিযোগ, অধীর চৌধুরী মুর্শিদাবাদে বিজেপির বি টিম হিসাবে কাজ করছেন। তিনি মুর্শিদাবাদের আসন নিয়ে সোচ্চার গলায় টার্গেট সেট করে দেন। জানান, আগামী লোকসভা ভোটে বাংলায় তৃণমূলের টার্গেট ৪০ টি আসন বলেও জানিয়েছেন অভিষেক।