Updated: 31 Dec 2024, 08:24 PM IST
Laxmishree Banerjee
বছরের শেষ দিনে কাল ঘনিয়ে এল তেলেঙ্গা বাগানের এক স্থানীয় মহিলার জীবনে। সূত্রের খবর, আজ সকালে হাওড়া থেকে বারাসাত গামী একটি বেসরকারি বাস এবং বাগবাজার থেকে গড়িয়াগামী একটি বেসরকারি বাস একে অপরের সঙ্গে রেষারেষি করতে থাকে। সেই সময় তেলেঙ্গা বাগান সিগনালে রাস্তা পারাপার হওয়ার সময় ওই মহিলাকে ধাক্কা মারে এল২৩৮ বাসটি। গুরুতর আহত হওয়ায়, আরজিকর হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এরপরেই দু' টি বাসকে আটক করে ভাঙচুর চালায় এলাকার বাসিন্দারা।