বাংলা নিউজ >
দেখতেই হবে >
Rupanjana's Family: বিয়ের পর বাড়িতে সত্যনারায়ণ! ছেলেকে ছাড়াই পারিবারিক ছবি দিলেন রূপাঞ্জনা
Updated: 11 May 2024, 04:06 PM IST
সম্পাদনা করেছেন Ranita Goswami
১৯ এপ্রিল বাঙালি প্রথা মেনে সাতপাকে বাঁধা পড়েন রূপাঞ্জনা মিত্র ও রাতুল মুখোপাধ্যায়। বিয়ের পর সুখেই কাটছে রাতুল-রূপাঞ্জনার জীবন। সম্প্রতি, রূপাঞ্জনার বাড়িতে আয়োজিত এক পুজোর অনুষ্ঠানে একত্রিত হয়েছিলেন সকলে। সেখানে সোফায় বসে লেন্সবন্দি হলেন নবদম্পতি। পারিবারিক অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় পোস্ট করেছেন রাতুল-রূপাঞ্জনা। সেখানে দেখা গেল রূপাঞ্জনার বাবা-মা গৌতম ও শুক্লা মিত্রকে। রয়েছেন রূপাঞ্জনার নিজের দিদি ও রাতুল। বাড়ির সোফায় একসঙ্গে ৫জনকে পাশাপাশি বসে ছবি তুলতে দেখা গেল।